ডিজিটাল উপায়ে উপহার আর রিওয়ার্ড দেওয়ার পাশাপাশি ব্যাংক এবং বিভিন্ন ব্র্যান্ড, রিটেইল শপ, রিসোর্ট, ই-কমার্স সাইট ও অন্যান্য মার্চেন্ট কোম্পানিদের জন্য Xtra নিয়ে এসেছে অভিনব বিজনেস সল্যুশন, যেখানে আপনি এখন খুব সহজেই আপনার ক্রেতা এবং কর্মচারীদের গিফট কিংবা অফার কার্ড দিয়ে সন্তুষ্ট রাখতে পারবেন। আর পাশাপাশি Xtra-র লয়ালটি প্রোগ্রামও আপনার ব্যবসায় যোগ করতে পারবেন। ব্যাংক এবং মার্চেন্ট কোম্পানি হিসেবে Xtra হতে কি কি সুবিধা পাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক।
উৎসব কিংবা টার্গেট পূরণ উপলক্ষ্যে ব্যাংকসহ বিভিন্ন non-bank financial institution এখন Xtra-র মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডেড পারসোনালাইজড গিফট কার্ডের আয়োজন করতে পারবে। গ্রাহকের ব্যাংকে লেনদেনের সংখ্যা বা পরিমাণের উপর নির্ভর করে ব্যাংক খুব সহজেই কাস্টমারদের বিভিন্ন ব্র্যান্ড থেকে গিফট কার্ড পাঠাতে পারবে। এছাড়াও রেফারেল বা অন্য কোনো ক্যাম্পেইনে কাস্টমার কিংবা এজেন্টদের দিতে পারবে স্পেশাল গিফট কার্ড। Xtra-র মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার কিংবা কার্ড ব্যবহারকারীদের বিশেষ দিনে এই পারসোনালাইজড গিফট কার্ডের সুবিধা দিয়ে সহজেই লেনদেন বৃদ্ধি করার সুযোগ পাবে।
এখন Xtra-র মাধ্যমে আপনার ব্যাংক অ্যাপে যুক্ত করুন গিফটের সকল ফিচার। Xtra-র গিফট API ব্যবহার করে খুব সহজেই অ্যাপের মাধ্যমেই গ্রাহককে গিফট কার্ড উপহার হিসেবে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবেন। অ্যাপের মাধ্যমে যেভাবে এখন মোবাইল রিচার্জ পাঠানো যায়, ঠিক তেমনি ভাবে গ্রাহকেরা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে সহজেই গিফট কার্ড পাঠাতে পারবে তাদের পরিবার, বন্ধু এবং প্রিয়জনকে।
স্পেশাল দিনে স্পেশাল অফার দিয়ে আপনার স্পেশাল কাস্টমারকে হ্যাপী করার কথা ভাবছেন? আপনার কাস্টমার যদি তার জন্মদিন উপলক্ষ্যে ব্যাংকের তরফ থেকে তার পছন্দের ব্র্যান্ডের পণ্যের উপর ৩০% ডিস্কাউন্টের অফার কার্ড পাই তাহলে ব্যাংকের প্রতি তার সন্তুষ্টি বেড়ে যাবে। এখন এই ডিজিটাল অফার কার্ড সল্যুশন Xtra-র সহায়তায় খুব সহজেই ব্যাংকিং সার্ভিসে যোগ করতে পারবেন। কাস্টমাররা এসএমএসের মাধ্যমে অথবা ব্যাংকের মোবাইল কিংবা ওয়েব অ্যাপ ব্যবহার করে খুব সহজেই এই বিশেষ অফার উপভোগ করতে পারবে এবং সেই অফারের মূল্য দিয়ে নির্দিষ্ট মার্চেন্ট থেকে তাদের পছন্দমতো পণ্য বাছাই করতে পারবে। এতে করে কাস্টমার হবে খুশি পাশাপাশি ব্যাংকে তাদের আনা গোনা বেড়ে যাবে দ্বিগুণ হারে।
ব্যাংকের সেবার প্রতি গ্রাহকের আকর্ষণ বজায় রাখতে এখন ব্যাংকসহ বিভিন্ন non-bank financial institution নিতে পারে Xtra-র বিজনেস সল্যুশনের সাহায্য। Xtra-র বিজনেস সার্ভিসের আওতায় ব্যাংক এখন গ্রাহকদের জন্য বিভিন্ন লয়ালটি প্রোগ্রামের ব্যবস্থা করতে পারবে। এতে করে গ্রাহকরা যখন তাদের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে লেনদেন কিংবা কেনাকাটা করবে তখন তাদের অ্যাকাউন্টে রিওয়ার্ড পয়েন্ট জমা হবে। আর সেই রিওয়ার্ড পয়েন্টটি তারা ৫০+ মার্চেন্ট শপ থেকে গিফট কার্ড কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। ব্যাংকিং সার্ভিসে এই লয়ালটি প্রোগ্রামটি যোগ করার প্রক্রিয়াও খুব সহজ। Xtra-র সফটওয়্যারের সহায়তায় ব্যাংক তাদের ওয়েবসাইটে মূল লয়ালটি প্রোগ্রামটি যোগ করতে পারবে এবং সেখান থেকে সরাসরি কাস্টমারদের রিওয়ার্ড পয়েন্ট জেতার সুযোগ করে দিতে পারবে। এতে করে কাস্টমারের বিশ্বস্ততা অর্জন হবে সহজেই।
Xtra এখন যে কোন ধরণের মার্চেন্টের জন্য নিয়ে এসেছে ডিজিটাল গিফট কার্ডের ব্যবস্থা। Xtra-র সাহায্যে রিটেইল শপ, বিভিন্ন ব্র্যান্ডেড শপ, ই- কমার্স সাইট, হোটেল, রেস্টুরেন্টগুলো এখন তৈরি করতে পারবে নিজস্ব ব্র্যান্ডেড গিফট কার্ড। সেই গিফট কার্ডটি গ্রাহকেরা অনলাইন কিংবা অফলাইন কেনাকাটায় খুব সহজেই ব্যবহার করতে পারবে। কাস্টমার যখন ১০০০ টাকা মূল্যের গিফট কার্ড পাবে, তখন সে গিফট কার্ড ব্যবহার করতে তারা আরো ৩০০০ টাকার শপিং করার জন্য প্রভাবিত হবে। এতে করে যেমন বাড়বে বিজনেসে সেলস তেমনি গিফট কার্ডের মাধ্যমে পছন্দের পণ্য পেয়ে আপনার শপে আসবে নতুন নতুন কাস্টমার।
Xtra-র মার্চেন্ট লিস্টে অন্তর্ভুক্ত বিভিন্ন ব্র্যান্ড এখন গ্রাহকদের জন্য সহজেই পারসোনালাইজড অফার কিংবা প্রোমো কার্ডের ব্যবস্থা করতে পারবে, যা কাস্টমারদের কেনাকাটাকে করবে আরো বেশি গতিশীল। মার্চেন্ট হিসেবে আপনি আপনার প্রিমিয়াম কাস্টমারদের দিতে পারবেন বিভিন্ন স্পেশাল অফার, যেখানে Xtra-র অফার কার্ড সল্যুশন আপনাকে সাহায্য করবে সেই সব প্রিমিয়াম কাস্টমারদের জন্য বিভিন্ন ইউনিক স্পেশাল কোড জেনারেট করতে। সেই কোড ব্যবহার করে আপনার প্রিমিয়াম কাস্টমাররা লুফে নিতে পারবে বিভিন্ন স্পেশাল ছাড়। আপনি এই পারসোনালাইজড অফার কার্ড বিভিন্ন কোম্পানির সাথে (ব্যাংক, টেলকো কোম্পানি, রিটেইল শপ) মিলিতভাবেও তৈরি করতে পারবেন, যা ব্যবহার করে আপনার কাস্টমারের পাশাপাশি সেইসব পার্টনার বিজনেসও উপকৃত হবে। আর আপনার ব্যবসায় আসবে উন্নতি। কেনাকাটায় এতো ছাড় পেয়ে কাস্টমারের আপনার ব্র্যান্ডের প্রতি বিশ্বস্ততা বেড়ে যাবে।
আপনি কি আপনার বিজনেস সার্ভিসে লয়ালটি প্রোগ্রাম যোগ করতে চান? বেশিরভাগ মানুষ এখন অনলাইন শপিং-এ অভ্যস্ত। আর লয়ালটি প্রোগ্রামের বদৌলতে খুব সহজেই কাস্টমারের বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি কাস্টমারকে অনলাইন ও অফলাইন দুই জায়গায় কেনাকাটায় রিওয়ার্ড পয়েন্ট জেতার সুযোগ করে দিতে পারবেন। Xtra-র আছে ৩৬০ ডিগ্রি বিজনেস সল্যুশন, যার API ব্যবহার করে খুব সহজেই ই- কমার্স সাইটে যোগ করতে পারবেন আপনার নিজস্ব লয়ালটি প্রোগ্রাম, সেখানে আপনি আপনার গ্রাহকদের ইনফরমেশন অ্যাড করে তাদেরকে রিওয়ার্ড পয়েন্ট জেতার সুযোগ করে দিতে পারবেন, যা তারা অনলাইনের পাশাপাশি আপনার স্টোরে কেনাকাটায় ব্যবহার করতে পারবে। আর এই রিওয়ার্ড পয়েন্ট জেতার সুযোগই আপনার কাস্টমারকে আপনার শপে বারবার ফিরে আসার জন্য প্রভাবিত করবে।
Xtra নিয়ে এসেছে এমনি এক ডিজিটাল প্লাটফর্ম, যেখানে খুব সহজেই পরিবার, প্রিয়জন এবং কর্পোরেট ক্লায়েন্ট বা এমপ্লয়িদের গিফট এবং রিওয়ার্ড দিয়ে সারপ্রাইজ করতে পারবেন। যাকে গিফট কার্ড দিতে চান, উনি নির্দিষ্ট দোকানে গিয়ে নিজের পছন্দমতো গিফট বাছাই করে নিতে পারবে। প্রিয়জনকে গিফট দেওয়া হোক অথবা কোম্পানির এমপ্লয়ী, ক্লায়েন্ট আর ডিস্ট্রিবিউটরদের রিওয়ার্ড, সবই এখন হবে খুব সহজেই।
অফিসের কাজে খুব ব্যস্ত? প্রিয়জনের জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী সামনে? অথচ কি গিফট করবেন এখনও ঠিকই করতে পারেননি? আর নয় কোনো দুশ্চিন্তা!! কারন এখন Xtra-এর সাথে গিফট দেওয়া অনেক সহজ। অফিসে বসেই পাঠান গিফট কার্ড, খুব সহজে, চোখের পলকে। চাইলেই Xtra মোবাইল অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ওয়েবসাইট থেকে আপনি খুব কম সময়ের মধ্যে গিফট কার্ড পাঠিয়ে দিতে পারবেন, যা ব্যবহার করে আপনার প্রিয়জন নিজের পছন্দমতো গিফট বাছাই করতে পারবে। নেই গিফট বহন করার ঝামেলা। Xtra মাধ্যমে সব গিফট এখন আপনার হাতের মুঠোয়।
আর নয় শপিং মলে ঘুরে ঘুরে বহুমূল্যবান সময় আর টাকা নষ্ট করে পরিবার, বন্ধু-বান্ধব বা প্রিয়জনের জন্যে গিফট কেনার ঝামেলা। Xtra-র সাথে এখন গিফট পাঠানো হয়ে গেছে আরো সহজ, অধিক দ্রুত এবং সময় অপচয়ের আর কোনো সুযোগই নেই। সাথে লাগছে না কোনো গিফট কিনতে যাবার জন্য যাতায়াতের খরচ। Xtra-র সাথে এখন গিফট দেওয়ায়ও হয়ে যান ডিজিটাল।
প্রতি ফেস্টিবলে প্রিয়জনকে তার পছন্দমতো গিফট দেওয়ার ধুম লেগে যায়। কিন্তু সবার জন্য পছন্দ মতো উপহার কিনতে যাবার সময় পরতে হয় বিপাকে। কারণ প্রত্যেকের আছে একেক রকমের আবদার। আর এই সব কিছুর সমাধান দিবে Xtra। Xtra দিয়ে আপনার পরিবার প্রিয়জনকে গিফট দিন মন খুলে, যেকোন সময়ে। Xtra-র গিফট কার্ডের মাধ্যমে তারা নির্ধারিত মার্চেন্ট শপ থেকে নিজের পছন্দ মতো উপহার বাছাই করতে পারবে। নেই কোনো মেইল, এসএমএস বা কাগজে প্রোমো কোড ঘাটাঘাটির ঝামেলা। এতে করে যেমন বজায় থাকবে গিফট দেওয়ার আনন্দ, তেমনি সবাই পাবে নিজের পছন্দ মতো গিফট পাবার সুযোগ।
কোম্পানির গুরুত্বপূর্ণ সদস্য - এজেন্ট, সাপ্লায়ার এবং ডিস্ট্রিবিউটরসহ গুরুত্বপূর্ণ ক্লায়েন্টদের (ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, এডভোকেট) যে কোনো কর্পোরেট প্রয়োজনে, যে কোনো ইভেন্টে অথবা ইয়ারলি গিফট অথবা রিওয়ার্ড দিতে হয়। কিন্তু এতজনের জন্য এতসব কর্পোরেট গিফট ম্যানেজ করাও কিন্তু সময়সাপেক্ষ ব্যাপার। এখন Xtra-র সাথে গিফট প্ল্যানিং, ক্রয় করা এবং বিতরণের সময় বাঁচবে। Xtra -ই আপনি পেয়ে যাবেন গিফট সম্পর্কিত সকল সমস্যার সম্পূর্ণ সমাধান। মাত্র এক মিনিটেই আপনি চাইলেই ১০০০ জনকে একসাথে ডিজিটাল গিফট কার্ড পাঠাতে পারবেন। এখন গিফট নিয়ে কোনো চিন্তা না করে ব্যবসায়িক অন্যান্য কাজ পরিচালনায় মনোনিবেশ করতে পারবেন পুরোদমে।
গিফট পেতে ভালোবাসে সবাই, আর কর্মক্ষেত্রে এমপ্লয়ি যদি কাজের প্রশংসাস্বরূপ রিওয়ার্ড পায় বেশি বেশি, তবে কাজের উৎসাহ বেড়ে যায় বহুগুণে। আর এখন Xtra-র সাথে প্রতিটি দিনই হয়ে উঠবে ‘এমপ্লয়ি প্রশংসা দিবস’। Xtra-র কর্পোরেট প্যানেলের মাধ্যমে খুব সহজেই ১০০০ জনকে একসাথে তাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী সেরা গিফট এবং রিওয়ার্ড কার্ড দিতে পারবেন, তাও মাত্র এক মিনিটের মধ্যে। আর এভাবেই অর্জন হবে এমপ্লয়ি সন্তুষ্টি।
বিভিন্ন উৎসবে (পহেলা বৈশাখ, নতুন বছর কিংবা ঈদ বা পূজা উপলক্ষ্যে) অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি সম্পূর্ণ হবার পরে কোম্পানির পক্ষ থেকে সেই গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট, স্টেকহোল্ডারদের উপহার পাঠাতে হয়। কিন্তু আগে থেকে আপনি যদি কোনো উপহারের ব্যবস্থা না করে থাকেন তাহলে অনেক সময় বিব্রতিকর অবস্থার সম্মুখীন হতে হয়। আর তাই এসব ঝামেলা-ঝক্কি থেকে মুক্তি দিতে আপনার পাশে আছে Xtra। Xtra সাথে থাকলে আপনি ইভেন্ট, মিটিং-এর ফাঁকেই এখন খুব সহজেই সবাইকে একসাথে পাঠাতে পারবেন ডিজিটাল গিফট বা রিওয়ার্ড কার্ড।
Xtra-র সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে চোখ রাখুন নিচের ভিডিওগুলোতে
প্রিয় মানুষের কাছে এখন ডিজিটাল গিফট পৌঁছে যাবে মুহুর্তেই
কর্পোরেটের জন্য আছে ঝামেলাবিহীন গিফট কার্ড সল্যুশন
গিফট দিন Xtra এর মাধ্যমে যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে