ম্যারিজ গিফট
হঠাৎ কোনো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পেলে, উপহার তো দিতেই হয়। দৈনন্দিন কাজের ফাঁকে সময় বের করে গিফট কিনতে শপিং মলে যাওয়া, এবং সেই গিফটটি র্যাপিং, প্যাকেজিং আর বহন করা সহ আরও হাজার রকম কাজ করা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। এসব কাজ করতে করতে দেখা যায় ২০০০ টাকার গিফটের জন্য আরও ১০০০ টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে, সাথে আপনার প্রয়োজনীয় সময় তো আছেই। কিন্তু Xtra’র সাথে এখন বিয়ে বাড়িতে গিফট বহন করে নিয়ে যাওয়ার ঝামেলা নিতে হবে না, কারণ Xtra’র ডিজিটাল গিফটকার্ডের সহায়তায় এখন উপহার পাঠানো খুব সহজ।