ট্রিট দেয়ায় হয়ে যান ডিজিটাল !
বাঙ্গালীর মতো ভোজনপ্রিয় জাতি মনে হয় খুব কমই আছে । আমরা পুরো বিশ্বে এমন জাতি বোধহয় খুঁজলেও তেমন পাবো না, যাদেরকে বিশ্ব তাদের খাদ্যাভ্যাস দিয়ে চিনে, যেভাবে বাঙ্গালীকে চিনে “ভাতে-মাছে” বাঙ্গালী হিসেবে । কিন্তু বাঙ্গালী কিন্তু এখন আর শুধু ভাতে-মাছে বাঙ্গালী নেই । বাঙ্গালী এখন ভাত-মাছ-বিরিয়ানী-তেহারির পাশাপাশি বার্গার-পাস্তা- পিৎজা খেতেও সমান আগ্রহী । শুধু তাই না, জাপানিজ খাবার সুশিও এখন আমাদের অনেকেরই পছন্দের তালিকায় উপরের দিকে রয়েছে । বিনোদনের জায়গার অভাবে ভোগা বাঙ্গালীর কাছে খেতে যাওয়াই এখন বিনোদনের অন্যতম মাধ্যম ।
এই খেতে যাওয়ার নতুন নাম হয়েছে ট্রিট দেয়া বা নেয়া ।এই ট্রিট দেয়া এবং নেয়া এখন যেকোন খুশি উৎযাপনের প্রধান মাধ্যম । হোক সেটা জন্মদিন, বিয়ে, নতুন চাকরি, ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়া – শুভাকাঙ্ক্ষীদের প্রধান দাবি ট্রিট চাই ! কিন্তু এই ট্রিট দেয়া বা নেয়া কিন্তু কম ঝক্কির কাজ না । আমাদের এই ব্যস্ত জীবনের হুল্লোড়ের মাঝে যেখানে নিজের জন্য সময় বের করে স্বস্তিতে কফির এক কাপে চুমুক দেয়াই দায়, সেখানে আর পাঁচজনের সাথে সময় মিলিয়ে, সবার সুবিধা বিবেচনা করে সময় বের করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় । আরো বড় যে সমস্যা দেখা দেয় যে, সবার খাবারের পছন্দ মিলে না । কেউ পাস্তা খাবে তো কেউ সুশি । এতে হয় দেখা করার প্ল্যান করতে করতে আর কারোই সময় মিলে না নাহলে মিললেও সেটা এতো পরে যে ততোদিনে সেই উপলক্ষ্যের আমজটা থাকে না ।
এই সমস্যা থেকে কিন্তু আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি Xtra ব্যবহার করে । এই অ্যাপটি ব্যবহার করে আমরা চাইলেই আমাদের প্রিয়জনকে ডিজিটাল গিফট কার্ড পাঠাতে পারি । এবং চাইলে একই সাথে অনেককে । এবং যার যার পছন্দ অনুযায়ী আপনি তাকে ডিজিটাল গিফট কার্ড পাঠিয়ে দিতে পারেন । যার যেই রেস্টুরেন্ট পছন্দ তাকে সেই রেস্টুরেন্টটির ডিজিতাল গিফট ভাউচার পাঠিয়ে দিলেন । সে তখন তার সুযোগ এবং সময়মতো তার পছন্দের মানুষকে নিয়ে তার পছন্দের রেস্টুরেন্টে গিয়ে আপনার গিফট ভাউচারটি ব্যবহার করে তার প্রিয় খাবার খেতে পারবে । ইতিমধ্যে দেশের স্বনামধন্য বহু রেস্টুরেন্ট যুক্ত হয়েছে XTRA -র সাথে । তাই দেরি না করে এখুনই আপনার ফোনে নামিয়ে ফেলুন অ্যাপটি এবং ভোজনরসিক বাঙ্গালী হওয়ার পাশাপাশি হয়ে যান ডিজিটালও !