আপনার যদি কোনো স্বনামধন্য ফ্যাশন আউটলেট , রেস্তোরাঁ ইত্যাদি থেকে থাকে তাহলে আপনি Xtra র মার্চেন্ট হিসেবে রেজিস্টার করতে পারবেন। তখনই আপনার আউটলেট অথবা সার্ভিস প্লেসটি গিফট প্রদানকারী আর গ্রহণকারী ব্যবহার করতে পারবে । ধরুন, কোনো কোম্পানী বা ব্যক্তি তাদের প্রিয়জনকে বা ক্লায়েন্টকে কোনো ফ্যাশন আউটলেট বা রেস্তোরাঁ-এ ডিজিটাল গিফট ভাউচার দিবে। এক্ষেত্রে সেই প্রিয় ব্যক্তি বা ক্লায়েন্ট যখন সেই আউটলেটে যেয়ে গিফট ভাউচার দিয়ে তাদের সার্ভিস গ্রহণ করবে, তখন একদিকে গিফট প্রদানকারীদের ঝামেলা যেমন কমে যাবে, তেমনি মার্চেন্টদের সেলস ও নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। আবার গিফট গ্রহণকারীও তার পছন্দমতো গিফট বেছে নিতে পারবে। আবার ধরুন, আপনার কোনো ফ্যাশন আউটলেট বা শো রুম আছে। আপনি মার্চেন্ট হিসেবে যেকোনো পারসেন্টেজ ছাড়/অফার দিতে পারেন। এই অফারের মাধ্যমে আপনার সেলস বৃদ্ধি পাবে।
মার্চেন্ট অ্যাপ দিয়ে Xtra ব্যবহারকারীদের রিকোয়েস্ট প্রসেস করা যাবে এইভাবে
Xtra দেশের প্রথম ডিজিটাল গিফট কার্ড প্ল্যাটফর্ম, যার সাহায্যে আপনি আপনার পরিবার, বন্ধু এবং প্রিয়জনের পাশাপাশি আপনার কোম্পানীর এমপ্লয়ী, ডিসট্রিবিউটর, ক্লায়েন্টদের জন্য দিতে পারবেন গিফট এবং রিওয়ার্ড কার্ড। Xtra আপনার হাতের মুঠোয় এনে দিয়েছি যে কাউকে যেকোনো স্থানে বসে গিফট কিংবা রিওয়ার্ড কার্ড প্রদানের এক অনন্য সুযোগ।
Xtra-এর মাধ্যমে আপনি আমাদের যেকোনো মার্চেন্ট প্রতিষ্ঠান (যেমন: যেকোনো রেস্টুরেন্ট, ফ্যশন আউটলেট) থেকে আপনার কোম্পানীর এমপ্লয়ী, ডিসট্রিবিউটর অথবা আপনার পরিবারের সদস্য, বন্ধুবান্ধবদের তাদের পছন্দ অনুযায়ী গিফট বা রিওয়ার্ড কার্ড দিতে পারেন (যেমন: ২০০০ টাকার গিফট কুপন)।যাকে গিফট কার্ড দিবেন, উনি নির্দিষ্ট দোকানে গিয়ে নিজের পছন্দমতো গিফট বেছে নিতে পারবেন।
আপনার যদি এমন কোনো কোম্পানী থাকে (যেমন ধরুন রিসোর্ট, ফ্যাশন আউটলেট বা হোটেল) যেটি থেকে আপনি গিফট প্রদানকারী ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে গিফট বা রিওয়ার্ড দিয়ে সহযোগীতা করতে চান,যার ফলশ্রুতিতে আপনার আউটলেটে এসে গিফট গ্রহণকারীরা খুব সহজেই তাদের প্রাপ্ত গিফট উপভোগ করতে পারেন, তাহলেই আপনি Xtra-র মার্চেন্ট হিসেবে গন্য হবেন।
আপনার যদি কোনো স্বনামধন্য ফ্যাশন আউটলেট , রেস্তোরাঁ ইত্যাদি থেকে থাকে তাহলে আপনি Xtra র মার্চেন্ট হিসেবে রেজিস্টার করতে পারবেন। তখনই আপনার আউটলেট অথবা সার্ভিস প্লেসটি গিফট প্রদানকারী আর গ্রহণকারী ব্যবহার করতে পারবে । ধরুন, কোনো কোম্পানী বা ব্যক্তি তাদের প্রিয়জনকে বা ক্লায়েন্টকে কোনো ফ্যাশন আউটলেট বা রেস্টুরেন্ট-এ ডিজিটাল গিফট ভাউচার দিবে। এক্ষেত্রে সেই প্রিয় ব্যক্তি বা ক্লায়েন্ট যখন সেই আউটলেটে যেয়ে গিফট ভাউচার দিয়ে তাদের সার্ভিস গ্রহণ করবে, তখন একদিকে গিফট প্রদানকারীদের ঝামেলা যেমন কমে যাবে, তেমনি মার্চেন্টদের সেলস ও নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। আবার গিফট গ্রহণকারীও তার পছন্দমতো গিফট বেছে নিতে পারবে।
Xtra এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে গিফট প্রদানকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি তাঁর প্রিয়জন, কোম্পানির ক্লায়েন্ট, এমপ্লয়ী বা ডিসট্রিবিউটরদের কোনো বাড়তি ঝামেলা ছাড়াই গিফট বা রিওয়ার্ড দিতে পারবেন। এক্সট্রার মার্চেন্ট প্রতিষ্ঠান গিফট প্রদানকারীদের গিফটের মাধ্যমে রেভিনিউ এবং সেলস বৃদ্ধি করতে পারবেন।