Benefits of Merchant (Merchant company) in use of Xtra
বর্তমান এই ইন্টারনেটের যুগে আমাদের ব্যবসা বাণিজ্য খুব দ্রুত গতিতে বেড়ে চলছে।
একদিকে যেমন দ্রুতগতিতে বাড়ছে ইন্টারনেটের প্রসার, অন্যদিকে বাড়ছে কাস্টমারের চাহিদাও।
আর এই সবকিছুর সাথে যারা তাল মিলিয়ে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারছে, শুধুমাত্র তারাই পারছে উন্নতির চরম শিখরে পৌঁছাতে।
ধরুন,আপনার একটি রিটেল শপ আছে। এখন পণ্য বিক্রয় সহ ডিলার, পাইকার আর কোম্পানির প্রতিনিধির সাথে ব্যবসার খাতিরে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করতে অনেক সমস্যা পোহাতে হয়।
আর যদি কোম্পানিটি নতুন হয়ে থাকে তাহলে যোগাযোগ রক্ষা করা আরও কঠিন হয়ে পড়ে।
পুরাতন নিয়মে দোকানে গিয়ে পণ্য বাছাই করার সময় এখন কারও নেই বললেই চলে।
এখন সবাই চায় সবকিছুর দ্রুত ও সহজ সমাধান।
ইন্টারনেটই হলো দ্রুত ও সহজ সমাধানের একমাত্র উপায়।
আর এই ইন্টারনেটের যুগে আপনার ব্যবসা যদি ডিজিটাল না হয়ে থাকে তাহলে আপনাকে নিশ্চিতভাবে পিছিয়ে পড়তে হবে আপনার অন্যান্য প্রতিযোগী থেকে।
বর্তমান সময়ে ব্যবসায় এ মোবাইল অ্যাপের ব্যবহার বেশ জনপ্রিয়। মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবসায়ে মুনাফা নিশ্চিতের সাথে সাথে অন্যান্য প্রতিযোগী থেকে নিজেকে আলাদাভাবে প্রকাশ করতে পারবেন।
Xtra দেশের প্রথম গিফট কার্ড প্রদানের ডিজিটাল মাধ্যম। যা কোম্পানীর এমপ্লয়িদের রিওয়ার্ড, ক্লায়েন্ট, আর ডিস্ট্রিবিউটরদের গিফট বা অফার প্রদানে সাহায্য করবে ডিজিটাল মাধ্যমে।
আবার আপনি আপনার পরিবার এবং আত্মীয় স্বজনদের জন্যও খুব সহজেই ডিজিটাল গিফট কার্ড পাঠাতে পারবেন Xtra মাধ্যমে। এর জন্য আপনাকে কোনো বাড়তি ঝামেলা পোহাতে হবেনা।
নিচে Xtra ব্যবহারে মার্চেন্ট প্রতিষ্ঠান কি কি সুবিধা পেয়ে থাকে তা উল্লেখ করা হয়েছে।
Xtra ব্যবহারে মার্চেন্ট কোম্পানির প্রাপ্ত সুবিধাসমূহঃ
ব্যবসায়িক পরিসর বাড়ায়ঃ
Xtra-র মাধ্যমে আপনি সহজেই আপনার কোম্পানির প্রোডাক্টের জন্য নানা রকম অফার, ডিসকাউন্ট দিতে পারবেন।
যারা মূলত ব্যবসায়ী তারা ভালো করেই জানে যে, গ্রাহকের দৃষ্টি আকর্ষণের অন্যতম সহজ পন্থা হলো অফার বা ডিসকাউন্ট।
আর প্রতিনিয়ত অফার প্রদান করার মাধ্যমে আপনার অফার ব্যবহারকারীর সংখ্যা ঝড়োগতিতে বাড়তেই থাকবে। যার মাধ্যমে আপনার কোম্পানির কাস্টমারের সংখ্যা বেড়ে যাবে।
এতে করে আপনি সহজেই ধরে রাখতে পারবেন আপনার পুরাতন গ্রাহক, আর তার সাথে যোগ হবে নতুন গ্রাহক। আর এভাবেই আপনার ব্যবসার পরিসর বেড়ে যাবে দ্রুতগতিতে।
সুনাম বাড়াবেঃ
Xtra’র আকর্ষণীয় সিস্টেমের মাধ্যমে অন্য কোম্পানি আর কাস্টমাররা যখন আপনার পণ্য আর অফারের মাধ্যমে উপকৃত হবে, তখন অবশ্যই পরবর্তী সময়ে তারা আপনার কোম্পানির প্রোডাক্টই ব্যবহার করবে।
এছাড়াও বড় প্রতিষ্ঠানের জন্য অফার প্রদানের মাধ্যমে আপনি সহজেই তাদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করতে পারবেন।
ফলে অবিশ্বাস্যভাবে আপনার কোম্পানির সুনাম বাড়বে যা যেকোনো প্রতিষ্ঠানের জন্য অমূল্য সম্পদ।
বিক্রয় বাড়াবেঃ
Xtra-তে বিভিন্ন পণ্যের উপর নানারকম অফার দেওয়ার সুবিধার ফলে সেটি বিভিন্ন কাস্টমার আর কোম্পানির দৃষ্টি আকর্ষণ করে। এতে দেখা যায় যে আপনার এক পণ্যের ক্রেতা অন্য পণ্যের উপর অফার দেখাতে সে ওই পণ্যও কিনছে।
এর ফলে আপনার কোম্পানীর বিক্রয় বেড়ে যাচ্ছে দ্বিগুণ হারে।
কাস্টমারের দৃষ্টি আকর্ষণঃ
বর্তমান যুগে অনলাইন শপিং খুব জনপ্রিয়। আর মোবাইল অ্যাপের ব্যবহার সবকিছুকে আরও সহজতর করছে দিনকে দিন।
Xtra-র মাধ্যমে আপনার কোম্পানির প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে আপনি সহজেই আপনার কাস্টমারকে আকৃষ্ট করতে পারবেন।
এছাড়াও এই অ্যাপ Xtra’র কর্পোরেট ক্লায়েন্টদের এনগেজড করতে সহয়তা করবে।আর এর মাধ্যমে তারাও হয়ে উঠবে আপনার কোম্পানীর রেগুলার কাস্টমার।
প্রোফিট বাড়াবেঃ
Xtra মার্চেন্ট কোম্পানীর জন্য অনেক বড় একটি প্ল্যাটফর্ম।
কেননা Xtra একইসাথে গিফট প্রদানকারী ও গিফট গ্রহণকারীর মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে মার্চেন্ট কোম্পানিকে জনপ্রিয় করে তুলবে।
আর এই জনপ্রিয়তা আপনার কোম্পানীর বিক্রয় বাড়ানোর সাথে সাথে প্রোফিটও বাড়িয়ে দিবে।
প্রচারের মাধ্যম হিসেবে কাজ করবেঃ
Xtra আপনার কোম্পানির এডভার্টাইজিং এর ঝামেলা কমিয়ে দিবে অনেকাংশে।
Xtra আপনার কোম্পানীর বিজ্ঞাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।
আপনার কোম্পানির প্রচার বাবদ আলাদা খরচ কমাবে, যা যেকোনো কোম্পানির জন্য একটি লাভজনক পন্থা।
কাস্টমারের বিশ্বাস অর্জনে সাহায্য করবেঃ
Xtra-র মাধ্যমে আপনি খুব সহজেই গ্রাহক সেবা নিশ্চিত করতে পারবেন কেননা তাদের পছন্দের পণ্য নিয়েই আপনার ব্যবসা।
গ্রাহকরাও নিশ্চিত থাকবে যে তাদের পছন্দের পণ্য সম্পর্কে আপনি সচেতন। আর এভাবেই আপনি বা আপনার কোম্পানি কাস্টমারের নিকট খুব সহজেই বিশ্বস্ত হয়ে উঠবেন।
সময় বাঁচাবেঃ
বিক্রয় বাবদ অপ্রয়োজনীয় সময় যেমনঃ পছন্দ বাবদ, মূল্য বাবদ অর্থহীন কথার জন্য অপ্রয়োজনীয় সময় বাঁচাবে Xtra ।
অল্প সময়ের মধ্যে অধিক বিক্রি নিশ্চিত করতে পারবেন সহজেই।
ঝামেলামুক্ত বিক্রয়ঃ
Xtra মার্চেন্ট কোম্পানীর নিকট বিক্রয়ের একটি সহজ মাধ্যমস্বরূপ।
কোনোপ্রকার ঝামেলা ছাড়াই গ্রাহকের পছন্দ অনুযায়ী পণ্য বিক্রয় করতে পারবেন নিশ্চিন্তে।
কেননা তাদের পছন্দ বা রূচি সম্পর্কে আপনি অবগত।
এছাড়াও Xtra-র আরও অসংখ্য সুবিধা রয়েছে যা কেবল Xtra ব্যবহার করেই বোঝা সম্ভব।
মূলত Xtra মার্চেন্ট কোম্পানির জন্য একটি আশীর্বাদস্বরূপ।তাই আপনি যদি এ সমস্ত সুবিধাগুলো পেতে চান তাহলে মাত্র কয়েক ক্লিকেই আপনার মোবাইলে ডাউনলোড করে ফেলতে পারেন Xtra এবং যেকোনো সময়ে আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারেন তাদের পছন্দের পণ্য।